উত্তর কাট্টলী ওয়ার্ড জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আকবরশাহ থানার আওতাধীন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড শাখার এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তর কাট্টলী মুন্সী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলী আজম চৌধুরী।

এসময় তিনি বলেন, একটি দেশের ভাবমূর্তি ও পরিচয় ফুটে উঠে তার কৃষ্টি ও সংস্কৃতির ওপর। বিগত বছরগুলোতে আওয়ামী দুঃশাসনে আমাদের সংস্কৃতি হারিয়ে গেছে। তাই জাসাসকে সেদিকে দৃষ্টি দিতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সংস্কৃতিকে বিদেশে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে, যাতে তারা বিদেশী সংস্কৃতির আগ্রাসনের শিকার না হয়। এজন্য উত্তর কাট্টলী ওয়ার্ড কমিটি গঠন করে জাসাসকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। জাসাসের নেতৃত্বকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে শিল্পীদেরও খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে।

কাট্টলী ওয়ার্ড জাসাস নেতা জামিউল ইসলাম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক শেখ জামিল হোসেন, নজরুল ইসলাম তুহিন ও আকবরশাহ থানা জাসাসের সভাপতি আবদুল হান্নান শিবলী। বক্তব্য রাখেন জাসাস নেতা জহির উদ্দিন, ইকবাল হোসেন, মাজহারুল হক শাহীন, শওকত হোসেন সাব্বির, সাইফুল ইসলাম, মো. ফরহাদ প্রমূখ।

মন্তব্য করুন