নিউজগার্ডেন ডেস্ক: ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে গত ২৭ (শুক্রবার) হাটহাজারী উপজেলার অন্তর্গত ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, উক্ত সভায় ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি, রহমতউল্লাহর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম ফারুক হোসাইন, উপজেলা বিএনপির সদস্য হাকিম উদ্দিন, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত ওসমান, সি. যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন, নাসির উদ্দিন খোকন, মো: আলী, হাসান শরীফ, নুরুল ইসলাম, জসীম উদ্দীন তালুকদার, সরোয়ার ইসলাম সুমন, ৪ নং ওয়ার্ডের মেম্বার সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ সুলাইমান, এরশাদ শিকদার বক্তব্য রাখেন।
উক্ত সাংগঠনিক অগ্রগতি সভায়, যুবদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ জাভেদ মন্দাকিনী, জামাল আল-দীন, হান্নান তালুকদার, শাহজাহান সিরাজ, রবিউল হোসেন, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সাব্বির হোসেন নয়ন, মোহাম্মদ ইব্রাহিম, আলমগীর রানা, মামুন হাসান, ছাত্রদলের পক্ষ থেকে ইকরাজ নেওয়াজ খসরু, রায়হান উদ্দিন হৃদয়, মোঃ আলফাজ, মোঃ সাকিব, শাওন, কৃষক দলের পক্ষ থেকে কমান্ডার আলমগীরসহ অসংখ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা সবাই সাংগঠনিক কর্মকাণ্ড আরো বেগবান করার জন্য ওয়ার্ড ওয়ার্ডে বিএনপি নেতা কর্মীদের সুসংগঠিত করা একমত পোষণ করে, আগামী দিনে আমাদের আন্দোলন নির্বাচন না হওয়া পর্যন্ত চলবে এবং হাটহাজারী গণমানুষের নেতা ব্যারিস্টার মীর হেলালকে সংসদে প্রতিনিধিত্ব করে হাটহাজারী বাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। সুখী সমৃদ্ধিশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় এ সংগঠনের নেতা কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রাম’র দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল, বেগবান ও নেতাদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সমন্বয় সাধনের লক্ষে সুপারিশমালা এক মাসের মধ্যে করতে হবে।