আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট এর দায়িত্ব হস্তান্তর ও চতুর্থ তম চার্টার নাইট উদযাপন করা হয়। প্রোগাম চেয়ারম্যান ও ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মোঃ আশিকুল আলম আশিক এর সঞ্চালনায় দুই পর্বের সভায় (২০২৩-২৪) এর সভাপতি লায়ন আকিব মোঃ আসিফুল আলম (২০২৪-২৫) এর সভাপতি লায়ন সাদেকুর রহমান সাদাফ এর হাতে (গঙ্গাবেল) তুলে দিয়ে দায়িত্ব হস্তান্তর করে।
উক্ত অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন।প্রক্তান জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী,
কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন, কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ ইমতিয়াজ ইসলাম এছাড়া এরিস্টোক্রেট লায়ন্স ক্লাব ও এরিস্টোক্রেট লিও ক্লাব এর সকল মেম্বাররা উপস্থিত ছিল।
চার্টার নাইট এ কেক কাটা হয় এবং অনুস্টানে বক্তব্যে অথিতিরা এরিস্টোক্রেট লায়ন্স ক্লাব এর সকল কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে, সব সময় মানবতার সকল কাজে কর্মে এরিস্টোক্রেট লায়ন্স ক্লাব এগিয়ে থাকবে বলে এ আশা ব্যক্ত করেন।সভাপতি লায়ন সাদেকুর রহমান অক্টোবর সার্ভিস নিয়ে এক মাসের একটা কার্যক্রমের তালিকা প্রকাশ করেন।