নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের যে উদ্যোগ গ্রহণ করছেন তা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। দেশের মানুষ বিএনপি’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ছেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ছাত্রদল সন্মুখ সারিতে থাকবে। আজ ২৯ সেপ্টেম্বর সকাল এগারোটায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে এনায়ে ত বাজার তিন পোলের মাথায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘ পনের বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামে আমাদের অনেক সহযোদ্ধা গুম-খুনের শিকার হয়ে ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী শহীদ হয়ে ছে। তাদের এই আত্মত্যাগ ছিল গণতন্ত্র, দেশ ও জাতির জন্য। তাই শহীদদের সম্মানিত করতে আমাদেরকে অবশ্যই সৎ পন্থা অবলম্বন করতে হবে।
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, গত পনের বছর আমরা গণতন্ত্রের জন্য, দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য যুদ্ধ করে আসছি। শেখ হাসিনার পলায়নের মাধ্যমে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়ে ছে। একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশে দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় মসনদে বসানোর আগ পর্যন্ত আমাদের সচেষ্ট থাকতে হবে। জিয়া পরিবারের বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। সকল চক্রান্ত রুখে দিতে ছাত্রদলকে সবসময় প্রস্তুত থাকতে হবে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে জিএম সালাউদ্দিন কাদের আসাদ, মাস্টার আরিফ, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, এম এ হাসান বাপ্পা, মোহাম্মদ আনাছ, ফখরুল ইসলাম শাহিন, সদস্য ইমরান হোসেন বাপ্পি, কামরুল হাসান আকাশ, এনামুল হক ও আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।