নিউজগার্ডেন ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আগামীকাল বুধবার (২ অক্টোবর) বিকেল ৩ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সহযোগিতা মূলক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
উক্ত প্রস্তুতি সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ, ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগরের সভাপতি সাধারণ সম্পাদককে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।
খবরটি পড়েছেনঃ ১০