৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বিরুপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে নগরীতে রোবাস্ট পেট্রোলিং করেছে পাচঁলাইশ থানা পুলিশ।
আজ বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত পাচঁলাইশ থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে সকল অপরাধিদের সতর্ক বার্তা দিয়ে এই পেট্রোলিং শুরু হয়।
এতে থানার সকল যানবাহন, অফিসার ও ফোর্সশুলো একযোগে অংশগ্রহণ করে।
থানা সুত্রে জানাযায়, পেট্রোলিং এর গাড়ীর বহর পাঁচলাইশ মোড় হতে শুরু করে মির্জাপুল ও মুরাদপুর হয়ে হামজার বাগ, হিলভিউ, রহমান নগর, রুবি গেইট, ২ নং গেইট প্রদক্ষিণ করে প্রবর্তক মোড়, চমেকহা, অলি খাঁ মসজিদ হয়ে বাদুর তলা, বহদ্দার হাট, শুলকবহর ঘুরে আবার মুরাদপুর ও মির্জাপুল হয়ে থানায় এসে শেষ হয়।
এই সময় সর্বস্তরের জনগণ পুলিশের এই উদ্যোগে আশান্বিত হয়ে হাত নেড়ে ও ফুল ছিটিয়ে স্বাগত জানায়।
বিশেষকরে হামজার বাগ, হিলভিউ, রুবি গেইট, রহমান নগর ২নং গেইটসহ থানা এলাকায় চাদাবাজি বন্ধ করা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় ওসি মোহাম্মদ সোলাইমান।
তিনি আরো বলেন, অভ্যুত্থান পরবর্তী পুলিশের মধ্যে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠে এভাবে পুলিশের উপস্থিতি জানান দেয়ার ফলে জনমনে শান্তি ও স্বস্তি ফিরে আসবে।
পাঁচলাইশ থানা সেকেন্ড অফিসার মোঃ জুবায়ের মৃধা বলেন, এটা আমাদের চলমান কর্মসূচি। আমরা প্রতিটি আবাসিক এলাকায় একেক দিন একেক সময় রোবাস্ট পেট্রোলিং করে সব অপরাধিদের আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।