নিউজগার্ডেন ডেস্ক: হযরত শাহমীর (রহ.) স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার ফয়জুল বারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। মুহাম্মদ আবু ছাদেক রেজভী আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাহী সদস্য মুহাম্মদ মামুনুর রশিদ তালুকদার, প্রধান অতিথি ছিলেন ১নং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান তালুকদার, প্রধান বক্তা ছিলেন ফয়জুল বারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ আব্দুল মন্নান। এ বৃত্তি পরীক্ষায় চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩য় শ্রেণি হতে ৯ম শ্রেণির প্রায় ২ সহস্রাধিক ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন। হযরত শাহমীর (রহ.) স্মৃতি সংসদ কর্তৃক ১ম বারের মতো আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। মেরিন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির মেধাবী ছাত্রী ফারিহানুম বিনতে নেজাম উক্ত হযরত শাহমীর (রহ.) স্মৃতি বৃত্তি পরীক্ষায় এ গ্রেডে বৃত্তি লাভ করে। এ বৃত্তি লাভ করায় সে অত্যন্ত খুশী এবং হযরত শাহমীর (রহ.) স্মৃতি সংসদের উধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।