নউজগার্ডেন ডেস্ক: আসন্ন দূর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করার লক্ষ্যে দেওয়ানহাটস্থ শ্রী শ্রী দেওয়ানশ্বরী সার্বজনীন কালীবাড়ি পরিষদের সাথে ডবলমুরিং থানা বিএনপি ও ২৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় গতকাল রাত ৯ টায় দেওয়ানশ্বরী কালীবাড়ি পরিষদ অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।
কালীবাড়ি পরিষদের সভাপতি ধনু বাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার এস আই রবিউল,কালীবাড়ি পরিষদের সাবেক সভাপতি ডা: দীপক, উপদেষ্টা অরুণ বাবু, , বিষ্ণু পদ পালি, কন্ডুল মজুমদার অমর কর্মকার, জুয়েল, এডভোকেট উত্তম কুমার রায়, বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল হালিম, আব্দুল মান্নান , আব্দুল আজিম, সিরাজুল মোস্তফা, বাদশা মিয়া সিদ্দিকী, এ এস এম নাসির, আমির উদ্দিন বাবুল, সিরাজুল হক, মোসলেম উদ্দিন, মোঃ ইলিয়াস, আব্দুল নুর, যুবদল নেতা মেহেদী হাসান রুবেল, মোঃ মুরাদ, আকবর, আজিজ, মাহবুব, বেলাল ।
প্রধান অতিথি নিয়াজ মোহাম্মদ খান বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এই দেশে বছর বছর ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে পরস্পর সৌহার্দ্য সমপ্রী বজায় রেখে বসবাস করে আসছে। বিএনপির প্রতিটি নেতা কর্মী এই সম্প্রতির চেতনা ধারণ ও লালন করে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আসন্ন শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে, পুজা মন্ডপে পাহারা দিতে। আমরা দলের নির্দেশনা মেনে আপনাদের পাশে থাকবো। আপনারা নির্ভয়ে দূর্গোৎসব উদযাপন করবেন।