দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা, সহায়তার আশ্বাস জামায়াতের

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সাথে সাক্ষাৎ করেছেন সাতকানিয়া উপজেলা সনাতনী সমাজের নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ আগামী ৭ অক্টোবর থেকে অনুষ্ঠেয় সার্বজনীন স্বারদীয়া দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও সম্ভাব্য সকল বিষয় নিয়ে তাঁর খোলামেলা আলোচনা করেন।
এসময় হেলালী বলেন, জামায়াতে ইসলামী সব সময় নাস্তিক্যবাদের বিরুদ্ধে ব্যাপক ধর্ম চর্চার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছে। সমাজে কিশোর অপরাধ, জুয়া ও মাদকের সয়লাব হয়েগেছে। এসব থেকে বাঁচতে হলে সঠিক ধর্ম চর্চা, নির্মল সংস্কৃতি ও খেলাধুলার প্রসার ঘটাতে হবে।

তিনি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠেয় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি সব ধরনে সহায়তার আশ্বাস দেন।

এই সময় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন, বিজয় নন্দী সাগর, প্রবীর পাল, জিসু পাল, শীতল তালুকদার, কাজল দাশ, গৌতম ধর, মধুনাথ ধর, অধীর দত্ত মেম্বার, সুশীল কাšি দাশ প্রমুখ।

 

মন্তব্য করুন