নিউজ ডেস্ক

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার: মাসিক কল্যাণ সভা

মোহাম্মদ মাসুদ: কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় নিশ্চয়তায় ট্যুরিস্ট পুলিশের সক্রিয় দায়িত্বে আন্তরিকতা গতিশীলতা বৃদ্ধির বিষয়ে নির্দেশনায় ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন এর উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

আজ ৩ অক্টোবর (শুক্রবার) ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের নবাগত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম।

সভায় উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের সাথে পরিচয় পর্ব শেষে আন্তরিকতার সহিত কাজের গতিশীলতা বৃদ্ধির বিষয়ে নির্দেশনা দেন। আগামী দিনে পর্যটন খাতের অর্থনৈতিক সমৃদ্ধি উন্নয়নে পর্যটন এরিয়ায় পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকল্পে ট্যুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আলোচনা করে সভা শেষ করেন।

মন্তব্য করুন