
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমীর আবদুর রহমান চৌধুরী বলেছেন, আজকের শিশুদেরকেই আগামীদিনের ভবিষ্যত নির্মাণে এগিয়ে আসতে হবে। লেখাপড়া করতে হলে সাধনা ও চেষ্টা কতে হবে। আমাদের সকলকে ভাল শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রত্যেক শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষাদীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। সঠিক নেতৃত্ব দিয়ে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। বলা হয়ে থাকে শিশুকে শৈশবে যা শেখানো ও দেখানো হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে সেটা হওয়ার স্বপ্ন দেখে। যাতে ছাত্রছাত্রীরা মানুষ হয়ে সমাজ ও দেশের হাল ধরতে পারে।
তিনি আজ ৫ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় প্রতিষ্ঠান মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাহওয়ালী উল্লাহ আইডিয়াল মাদরাসা এন্ড গ্রামার স্কুলের উদ্যোগে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ক্বারী মওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় সফলতার ২২বর্ষ পূর্তি উপলক্ষে সিরাত ও মিলাদুন্নবী (সা:) মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান’২৪ অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক মুহসিন চৌধুরী বলেন, আগামী দিনের ভবিষ্যৎদের মধ্যে যদি আমরা আত্মবিশ্বাস তৈরি করে না দিতে, আত্মবিশ্বাসী হয়ে ওঠার পরিবেশ তৈরি না করতে পারি, যদি তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসম্মানের বোধ জাগ্রত করতে না পারি। যদি তাদের সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে না তুলতে পারি, তাহলে এসব গালভরা বুলি আওড়ানোও আমাদের ছাড়তে হবে। ভাবতে হবে ভিন্নভাবে, বের করতে হবে নতুন পন্থা, নিতে হবে কার্যকরী ব্যবস্থা যাতে আমাদের আগামীদিনের ভবিষ্যৎ, আমাদের আগামী প্রজন্ম, তাদের কল্যাণ এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা সর্বাবস্থায় আমাদের অগ্রাধিকার হিসাবে বিবেচিত হয়।
উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম তালিমুন্নিসার মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনজুর কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈশাখী টিভির ব্যুরোচীফ আলহাজ¦ মুহাম্মদ মুহসিন চৌধুরী, পটিয়া আল- জামিয়া আল- ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মুহাম্মদ সলিমুুদ্দিন কাসেমী, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ শাহাদাত হোসেন ছুট্টু, টেরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আবদুল মান্নান, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী বলেন, মুললিম জাতি সত্ত্বার বিকাশকে ধারণ করে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের মৌলিক শিক্ষা নেই দেখে আমরা ভিন্ন আঙ্গিকে এই স্কুলকে গড়ে তুলতে চায়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান শেষে মওলানা নুরুল আলমের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।