
নিউজগার্ডেন ডেস্ক: নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন আগামীকাল সোমবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম-পরিদর্শন করবেন।
এতে একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুর একাডেমির সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।
নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সী-ফেয়ারার্স মেমোরিয়ালের পাশে বৃক্ষরোপন করবেন। পরে বাংলাদেশ মেরিন একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন ‘অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমি আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের চলমান কাজ, লাইব্রেরী ও সিমুলেটর পরিদর্শন শেষে অফিসার্স ক্লাবে মতবিনিময় সভায় যোগ দিবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মুনিরুজ্জামান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌবানিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, বাংলাদেশ মাচের্ন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী, কে.এস.আর.এম-এর ব্যবস্থাপনা পরিচালক নৌপ্রকৌশলী মেহেরুল করিম, চবক সদস্য ওমর ফারুখ, বিএসসি‘র নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, নৌবানিজ্য দপ্তরের ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী, বিএসসি‘র জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান, ক্যাপ্টেন গোলাম সোহরাওয়ার্দী, ক্যাপ্টেন হাবিবুর রহমান, ক্যাপ্টেন জিল্লুর রহমান, নৌপ্রকৌশলী মাহমুদুন নবী, নৌপ্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ।