
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম আইন কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ও নগর স্বেচ্ছাসেবক দলে সহ সভাপতি এম সাঈদুল ইসলাম বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র, বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই। আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আর কোনো আবরার ফাহাদের যেন অকাল মৃত্যু না হয়, কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে যেন আর কোনো ফাহাদকে খুন হতে না হয় আজকের এই দিনে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ। চট্টগ্রাম আইন কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে, সুস্থধারার রাজনীতি চর্চায় বিশ্বাস করে, ফ্যাসিবাদের দোসর ব্যতীত সকল ছাত্রসংগঠনের সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে বদ্ধপরিকর।
তিনি আজ ৭ অক্টোবর (সোমবার) বিকালে কলেজ ক্যাম্পাসে বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ’র পঞ্চম শাহাদাৎবার্ষিকী ও নিরাপদ এবং মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির উদ্দিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন সম্পাদক তারেক ইকবাল রনি।
আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: নাঈম উদ্দিন দিপু, যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম হৃদয়ে, যুগ্ম আহবায়ক নাঈম উদ্দিন সায়েম, সদস্য মোহাম্মদ ইব্রাহিম,মোহাম্মদ ইয়াছিন মাসুদ, কামরুল কাদের, মোঃ এনামুল ও সদস্য রায়হান উদ্দিন, মোঃ মিজানুর রহমান, জাহেদুল ইসলাম, রাকিব হাসান, পারভেজ, সুমন, সুমন, বিপ্লব, মিরাজ, রাকিব ও অন্যান্য শতাধিক নেতৃবৃন্দ।