
নিউজগার্ডেন ডেস্ক: সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা স্বস্তিতে, শান্তিতে এবং উৎসবমুখর পরিবেশে পালন করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবের রহমান শামীম।
সোমবার (০৭ অক্টোবর) বিকালে বান্দরবান জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনীদের অন্যতম উৎসব। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা মাঠে কাজ করছে। পূজা পরিষদ ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় মতবিনিময় করছেন। পতিত স্বৈরাচারের পতনের পর থেকে যেভাবে বিএনপি নেতাকর্মীরা যেভাবে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের মানুষের পাশে ছিল ঠিক একইভাবে দুর্গাপূজায়ও মণ্ডপে মণ্ডপে থাকবে বিএনপি নেতাকর্মীরা। সকল ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করবে বিএনপি।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ব না আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলন। কিন্তু আওয়ামী লীগ সেটাকে মেনে না নিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করেছে। তারাই এদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
বান্দরবান পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লবের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থ, বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রতাপ বিশ্বাস, বৌদ্ধ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক লুসাই মং। বক্তব্য রাখেন বান্দরবান কেন্দ্রীয় পূজা মণ্ডপের উপদেষ্টা দিলীপ চক্রবর্তী, অর্পণ কান্তি দাশ, যুগ্ম সম্পাদক দোদল কান্তি দাশ, অর্থ সম্পাদক সুমন দাশ, বান্দরবান মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পম্পি সেন প্রমুখ।