সাবেক কাউন্সিলরদের সাথে বৈঠক করেছেন সিডিএ চেয়ারম্যান নুরুল করিম

জলাবদ্ধতার জন্য ওয়ার্ড পর্যায়ে সমস্যা, এক্সপ্রেসওয়ের নিচে রাস্তা নষ্ট হওয়াসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্দিষ্ট করে তথ্য জানাতে অনুরোধ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরদের সাথে সৌজন্য সাক্ষাতে এমন মন্তব্য করেন তিনি। এসময় নানা বিষয় নিয়ে সাবেক কাউন্সিলরদের সাথে আলোচনা করেন নুরুল করিম।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়ক সহসা সংস্কার করা হবে জানিয়ে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম বলেন, জলাবদ্ধতার কাজ করছে সেনাবাহিনী। কাজ চলমান আছে, এখনো শেষ হয়নি। ওয়ার্ড পর্যায়ে জলাবদ্ধতার কারণগুলো নির্দিষ্ট করে কাউন্সিলররা জানাতে পারেন। নির্দিষ্ট করে জানালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবো।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিমের অফিস কক্ষে সাবেক কাউন্সিলরদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কাউন্সিলররা জলবদ্ধতা, এলিভেটর এক্সপ্রেস কাজের অগ্রগতি, এক্সপ্রেসের নীচে নষ্ট হাওয়া রোড়, ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয়ে সিডিএ চেয়ারম্যানের কাছে জানতে চান। সাবেক কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, নিয়াজ মোহাম্মদ খান, আব্দুল মালেক, শামসুল আলম, মাহবুব আলম, নাজিম উদ্দিন, মো. তৈয়ব, মো. সেকান্দর, ইসমাইল বালি, জয়নাল আবেদীন, মো. ডিউক, লাবু প্রমুখ।সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে নিয়াজ মোহাম্মদ খান বলেন, সিডিএ চেয়ারম্যানের সাথে আমরা সাবেক কাউন্সিলররা সৌজন্য সাক্ষাত করি। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, র‌্যাম্প, বিভিন্ন রাস্তার সংস্কার কাজ এবং জলাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়। তিনি সাবেক কাউন্সিলরদের সহযোগিতা কামনা করেছেন। জলাবদ্ধতাসহ এলাকাভিত্তিক সমস্যাগুলো নির্দিষ্ট আকারে জানানোর জন্য অনুরোধ করেছেন।

মন্তব্য করুন