নিউজগার্ডেন ডেস্ক: ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত না দিলে আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রামের সকল কার্যালয়ের সামনে গণবিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। এস আলম গ্রুপের ব্যাংকে রক্ষিত ২৬ হাজার কোটি টাকা তারুণ্য সংকট লাঘবে উক্ত ব্যাংকগুলোকে অর্থ প্রদান করার জন্যে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে বার বার অবহিত করা সত্ত্বেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে লক্ষ লক্ষ গ্রাহক অবর্ণনীয় দুর্দশায় পরিণত। অর্থাভাবে তাদের জীবন বিপন্ন। রাষ্ট্রীয় সকল অপচয় বিনোদন সেমিনার সিম্পোজিয়াম সরকারি কর্মকর্তাসহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বিদেশ যাওয়া বন্ধ করে জনগণের টাকা ফেরত দেওয়া না হলে কঠোর কর্মসূচি। এব্যাপারে অন্তর্র্বতী সরকারের অর্থনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ও সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি।