সেলিম হাফেজকে আহ্বায়ক এবং মনিরুজ্জামান মুরাদকে সদস্য সচিব করে গঠিত চট্টগ্রাম মহানগর তাঁতী দলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য (দপ্তরের দায়িত্বে) মোহাম্মদ ইয়াছিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী তাঁতী দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরে সংগঠনের এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজি মজিবুর রহমান আগামী নব্বই দিনের জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
খবরটি পড়েছেনঃ ১৪