ধোপাছড়ী ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে চলছে দুর্গাপুজা

ওসমান চৌধূরী, চন্দনাইশ: পাহাড় পর্বতে ঘেরা সাঙ্গু নদীর উপকুলে সনাতনী ধর্মালম্বি দের শারদীয় দুর্গা উৎসব চলছে। উল্লেখ্য চন্দনাইশ উপজেলাই এইবার ১২৮ টি পুজা মন্ডপে পুজা চলছে তারমধ্যে ধোপাছড়ী ইউনিয়নে একটি মাত্র পুজা মন্ডপ। শুধুমাত্র ১০/ ১২টি হিন্দু পরিবার মিলে এই পুজার আয়োজন করে বলে জানায় পুজা কমিটির সভাপতি দুলাল নাথ, সাধারণ সম্পাদক বাসুদেব, সুনিল নাথ, মন্দিরের যায়গা দানকারি রঞ্জিত বাবুর মেয়ে গুপ্তা সেন গুপ্তা জানান।
পুজা মণ্ডপে সার্বক্ষনিক নিরপত্তায় নিয়োজিত আছেন ধোপাছড়ী পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত আইসি এসআই আনোয়ার সাহেবের নেতৃত্তে পুলিশ সদস্য বৃন্দ।
১১ অক্টোবর ধোপাছড়ী বিএনপির আহবায়ক মুজিবুল হক খোকা মেম্বার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম, টিপু মেম্বর, চন্দনাইশ বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক ওসমান চৌধূরী, বান্দরবান সদর উপজিলা যুবদলের সাধারন সম্পাদক মোর্শেদুল আলম, হামিদুর হক, ধোপাছড়ী বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আফছার মিয়া, যুগ্ম আহবায়ক
মোঃ হাসেম, ১নং ওয়ার্ড বিএনপির আবছার, রোবেল, মাহি নুর, ইসলাম,
দুলাল বড়ুয়া, ২নং ওয়ার্ডের শামসু। সিরাজুল ইসলাম কে সাথে নিয়ে ধোপাছড়ীর পুজা মন্ডপ পরিদর্ষন করেন। এবং পুজা ডাইরিতে স্বাক্ষর করেন।
এর কিচুক্ষন পর দক্ষিন জিলা ছাত্রদলের আবদুল মন্নান রানা মন্ডপ পরিদর্শনে আসেন।
১০অক্টোবর সন্ধ্যায় ধোপাছড়ী এলডিপির সভাপতি আবু তাহের চৌধূরী, মোঃ নাজিম, এম এ জিন্নাহ,মোঃ নেজাম কে সাথে নিয়ে পুজা মন্ডল পরিদর্শ ন করেন।

 

মন্তব্য করুন