নিউজগার্ডেন ডেস্ক: রাসুলুল্লাহ (সঃ)-এর জীবন অনুসরণ করে রাষ্ট্র ও সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক সংসদীয় দলের হুইপ আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
১১ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামির পাচলাইশ থানার ৮ নম্বর প্রশাসনিক ওয়ার্ডের উদ্যোগে চট্টগ্রামের বহদ্দারহাট চত্বরে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (স) শুধুমাত্র মুসলমানদের জন্য পৃথিবীতে আসেননি, তিনি সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর জীবনাদর্শ পরিপূর্ণ এই
নবীর আদর্শ মেনে চললেই কেবল দেশের টেকশই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা যাবে।
প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারি,
তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের সঠিক পথে চলার আহ্বান জানান।
জামায়াতের পাঁচলাইশ থানার আমির ইঞ্জিনিয়ার মাহাবুবুল হাসান রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা ফায়সাল মোহাম্মদ ইউনুস ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন হেলালি, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন খাকি.
তারা রাসুলুল্লাহ (সঃ)-এর শিক্ষা ও আদর্শের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে তাঁর অনুসরণে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড সেক্রেটারী এসইউ তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক, থানা বিএম সম্পাদক জাহান উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল, শহিদ উল্লাহ তালুকদার, মোঃ জাহাঙ্গীর আলম, শামসুল ইসলাম হাকিমি, নেজাম উদ্দীন, কামাল হোসেন মোঃ আলমগীর আলম প্রমূখ।