নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। যারা ভেদাভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক উস্কানি দিতে চাচ্ছে তাদের চিহ্নিত করতে হবে। বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার দেশটা সবার। বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনার দল। সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির সমৃদ্ধ উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বন্দর নগরী চট্টগ্রামকে ‘গ্রিন, ক্লিন ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তোলা হবে। এর আওতায় জলাবদ্ধতা নিরসন যেমন আছে, তেমনি আছে সুন্দর, পরিচ্ছন্ন ও একটি বাসযোগ্য শহরে রূপ দেওয়ার কাজও। ক্লিন নগরী গড়তে চসিকের জনবলকে কাজে লাগিয়ে দ্রুত ময়লা-অবর্জনা অপসারণ করা হবে। এ বিষয়ে গড়ে তোলা হবে জনসচেতনতা। নগরীকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও কিছু দায়িত্ব রয়েছে। পলিথিন ও ককশিট যত্রতত্র যেন নাগরিকরা না ফেলেন, সেজন্য তাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আজ শনিবার (১২ অক্টোবর) সনাতনী সম্প্রদায়ের দুর্গা উৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, সিটি গভর্নমেন্ট হওয়া খুব জরুরি। সেবাপ্রদানকারী সকল সংস্থা নগর সরকারের অধীনে কাজ করবে। তাহলে একটা শৃঙ্খলা থাকবে। নগরবাসী পরিকল্পিত উন্নয়নের সুফল পাবেন। নগর সরকার ছাড়া পরিকল্পিত উন্নয়ন কখনো সম্ভব নয়।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক আওয়ামী লীগ নষ্ট করার চেষ্টা করছে। অতীতে তারা হিন্দু সম্প্রদায়কে শুধুমাত্র তাদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত ছিল, তাদের জায়গা দখল করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এখন হিন্দুরা সচেতন হয়েছে, তারা কোন দলের ভোটব্যাংক হতে চাই না। তারাও তাদের সমান অধিকার নিয়ে কথা বলবে, রাজনীতি করবে। এই চট্টগ্রাম অসাম্প্রদায়িক চেতনার। সবাইকে নিয়ে উন্নত সমৃদ্ধ স্বাস্থ্যবান্ধব চট্টগ্রাম গড়ে তুলতে চাই। তার জন্য আপনাদের সবাইকে পাশে চাই আমার। বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছে, যে কোন বিপদে আমার কাছে আসবেন।
গোয়াছি বাগান শ্রী শ্রী রাধা গোবিন্দ উপাসনা মন্দির ও পিলখানা পূজা উদযাপন পরিষদের সুজন দাশের সভাপতিত্বে ও সুমন ঘোষ বাদশার সঞ্চালনায় উক্ত উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পিলখানা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাপ্পু দাশ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার এস এম সারোয়ার আলম, ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইউসুফ, লিটন বৈদ্য, মোহাম্মদ টিটু, ইয়াসিন, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন আলো, চকবাজার থানা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মামুন, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, অভি দাস সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।