শিক্ষক মোহাম্মদ কিবরিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১নং বদলপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কিবরিয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার এলাকাবাসী এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ নঈম উদ্দিনের উপস্থাপনায় এবং বৈরাগ ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া ফেরদৌসী, বিশেষ অতিথি ছিলেন হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার জাফর আহমেদ, শিক্ষক ইরাবতী চক্রবর্তী, আবু সৈয়দ, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ সাদেক হোসেন, রমজান আলী, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ নেজাম উদ্দিন, টিপু সুলতান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হবে। রাত জেগে এবং অযথা মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখতে অভিভাবকদেরকে সহযোগীতা করতে হবে এবং সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। সকলকে বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস ইভটিজিং রোধে কাজ করতে হবে। এ সময় বক্তারা, শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। স্মৃতিচারণ করে মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ দিন শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত বিদায়ী সহকারী শিক্ষক মোহাম্মদ কিবরিয়াকে, অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক মোহাম্মদ কিবরিয়া-কে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন