নিউজ ডেস্ক

৫ ব্যাংকে জনগণের টাকা ফেরৎ না দেওয়ায় পেশাজীবী নেতৃবৃন্দের ক্ষোভ

নিউজগার্ডেন ডেস্ক: ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবিতে ২০ অক্টোবর রবিবার সকাল ১১ টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি, গণবিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এস আলম গ্রুপের ব্যাংকে রক্ষিত ২৬ হাজার কোটি টাকা তারুল্য সংকট লাঘবে উক্ত ব্যাংকগুলোকে অর্থ প্রদান করার জন্যে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে বার বার অবহিত করা সত্ত্বেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এতে লক্ষ লক্ষ গ্রাহক অবর্ণনীয় দুর্দশায় নিমজ্জিত। অর্থাভাবে তাদের জীবন বিপন্ন। রাষ্ট্রীয় সকল অপচয় বিনোদন সেমিনার সিম্পোজিয়াম সরকারি কর্মকর্তাসহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বিদেশ যাওয়া বন্ধ করে জনগণের টাকা ফেরত দেওয়া না হলে কঠোর কর্মসূচি।

এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ও সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কয়েক লক্ষ গ্রাহকের জীবন বিপন্ন হয়ে উঠেছে। ব্যাংকগুলো টাকা না দেওয়ায় দৈনন্দিন বাজার, ঘরভাড়া, বিদ্যুৎ বিল, ওয়াসা বিল, গ্যাস বিল, দিতে না পারায় সর্বক্ষেত্রে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহ আহমদ, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান উল্লাহ মনসুরের কাছে আবেদন জানানো সত্ত্বেও এখনো কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছে পেশাজীবী নেতৃবৃন্দ।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম নেতৃবৃন্দ অবিলম্বে গ্রাহক হয়রানি বন্ধ, রাষ্ট্রীয় কোষাগার থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা, ব্যাংকে টাকা আত্মসাৎকারীদের সম্পদ জব্ধ করে ব্যাংকে রক্ষিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্যে বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক উপদেষ্টাকে দায়ভার বহন করতে হবে।

বিবৃতিদাতাগণ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হাসান আরিফ, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান বিল্লাহ, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন চৌধুরী, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি জসিম উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট বিল্ডিং শাখার সভাপতি আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আলাউদ্দিন ও যুগ্ম সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন পারভেজ।

 

মন্তব্য করুন