ধোপাছড়ী ইসলামি নূরাণী একাডেমির নতুন ভবনের কাজের উদ্বোধন

ওসমান চৌধূরী চন্দনাইশ প্রতিনিধি: ১৫অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় চন্দনাইশ উপজেলার ১০নং ধোপাছড়ী ইউনিয়নের পূর্বধোপাছড়ী ১নং ওয়ার্ডের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মৃত হাজী শামসুল ইসলাম চৌধূরী প্রতিষ্টিত ধোপাছড়ী ইসলামি নূরাণী একাডেমির নতুন ভবনের কাজ শুভ উদ্ভোধন করা হয়।
উক্ত শুভ মহড়ৎ অনুষ্টানের উপস্থিত ছিলেন ধোপাছড়ী ইউনিয়নের জন নন্দিত ইউ পি সদস্য ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মুজিবুল হক খোকা, স্থানীয় ধার্মিক ব্যাক্তিত্ব মাস্টার (অবঃ) আলিম উদ্দিন, প্রতিষ্টানের সহকারি পরিচালক আনিছুর রহমান, প্রতিষ্টানের অধ্যক্ষ মৌলানা জিয়াউর রহমান, ক্বারি মৌলানা মিজানুর রহমান, মৌলানা শহিদুল ইসলাম, হাফেজ মৌলানা মোঃ আরিফ, সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্টানে ভিডিও কলে যোগ ঢাকা সাভার থেকে দেন নুরাণী একাডেমির বর্তমান পরিচালক সার্জেন্ট মিজানুর রহমান। অনুষ্টানে মুজিবুল হক খোকা বলেন ধর্মিয় এই প্রতিষ্টানের সার্বিক উন্নতি কামনা করে দেশ ও প্রবাসের সবার প্রতি সহ যোগিতার জন্য আহবান জানান।

 

মন্তব্য করুন