হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হলেন হান্নান

নিউজগার্ডেন ডেস্ক: ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের ২নং যুগ্ম আহবায়ক হান্নান তালুকদারকে সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হাটহাজারী উপজেলা শাখার আওতাধীন, ১নং ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: এনামুল হক চৌধুরী বিগত আন্দোলন সংগ্রামে ও সাংগঠনিক কর্মকান্ডে অনুপস্থিত থাকার কারণে হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান ও সদস্য সচিব নুরুল কবির তালুকদার এর সিদ্ধান্ত মোতাবেক ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ককে অব্যহতি দেওয়া হয় এবং সংগঠনকে গতিশীল করতে ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের ২নং যুগ্ম আহবায়ক হান্নান তালুকদারকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) হাটহাজারী উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান ও সদস্য সচিব মো: নুরুল কবির তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, হাটহাজারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, বর্তমান ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হান্নান তালুকদারকে ফরহাদাবাদ ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্বাচিত করা হয়। ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

মন্তব্য করুন