সিডব্লিউসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা ২২ অক্টোবর

নিউজগার্ডেন ডেস্ক: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিডব্লিউসিসিআই এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭ এর তফসিল আগামী ২২ অক্টোবর ২০২৪ বিকেল ৩ টায় সিডব্লিউসিসিআই -এর কার্যালয়ে ঘোষনা করা হবে।

আজ ১৭ অক্টোবর ২০২৪ বিকেল ৩ঘটিকায় সিডব্লিউসিসিআই এর কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা বোর্ড ও নির্বাচনী আপিল বোর্ডের সমন্বিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭ এর নির্বাচন কমিশনার নাসিম ফারহানা শিরীন, পরিচালক (উপসচিব), পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার, পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭ একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান দিল আফরোজ, এ্যাডভোকেট, জজ কোর্ট, চট্টগ্রাম, লিগ্যাল এ্যাডভাইজর, ক্যান্টনম্যান্ট বোর্ড, চট্টগ্রাম এবং ডিভিশনাল হেড, বাংলাদেশ ন্যাশনাল উইম্যান লয়ার্স এ্যাসোসিয়েশন, সহকারী নির্বাচন কমিশনার, মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন ও মোহাম্মদ আতিক জাফর, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম এবং নির্বাচনী আপিল বোর্ডের সদস্য সাদ্দাম হোসেন, এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন এবং চট্টগ্রাম জজকোর্ট, চট্টগ্রাম, ও শিরিন সুলতানা চৌধুরী, এ্যাডভোকেট, জজকোর্ট, চট্টগ্রাম এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।

মন্তব্য করুন