নিউজগার্ডেন ডেস্ক: চান্দগাঁও থানা শ্রমিকদলের সভাপতি আব্দুল হান্নান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম বাবলুর সঞ্চালনায় আজ শুত্রুবার ১৮ অক্টোবর ২০২৪ইং বেলা ১২ টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১ম সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধানিবেদন করেন।
এতে সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাাহ বাহার, শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সিঃ সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, বিশেষ অতিথি সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিনু, চান্দগাঁও থানা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ এমরান হোসেন, সি: যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিমদ্দীন সহ ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির নেতৃত্ববৃন্দ।
এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন কমিটি শ্রমিকের অধিকার আদায়ে সদা সোচ্ছার থাকবে। কোথাও শ্রমিকের অধিকার লুন্ঠিত হলে এই কমিটি তা পূনর্গঠনে কাজ করবে। আমাদের মনে রাখতে হবে প্রতিহিংসাপরায়ণতা শান্তি আনতে পারে না। শান্তি আসে অহিংসায়। আমাদের অনেক ক্ষোভ আছে, না পাওয়ার কষ্ট আছে, হারানোর বেদনা আছে। কিন্তু প্রতিহিংসা এর কোনোটারই সমাধান নয়। স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে হানাহানি আর রেষারেষির মধ্যে কাটিয়ে দিলাম। এতে কী পেলাম? প্রাপ্তি এটুকুই যে, দেশ তার উজ্জ্বলতা নিয়ে দাঁড়াতে পারেনি, জনগণ মুখ-থুবড়ে পড়ে আছে। ভঙ্গুর ও ঋণনির্ভর অর্থনীতি আমাদের কাঁধে। আমরা নামেই ‘এশিয়ার বাঘ’ অথচ দাঁড়াতে চাইলেও দাঁড়াতে পারছি না। আমাদের মেরুদণ্ড সোজা করার সাহস জোগাবার যেন কেউ নেই। কিন্তু বাংলাদেশকে তো তার কর্মসুষমা নিয়ে, ঐতিহ্য নিয়ে দাঁড়াতেই হবে। কেবল নামেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হলে চলবে না।