নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেছেন, জনগণ সকল ক্ষমতার উৎস। তা আমরা গত ৫ আগস্ট আবারো প্রমাণ পেলাম। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছেন। অথচ তার পালানোর একদিন আগেও কেউ কল্পনা করেনি হাসিনা পালাবে। কিন্তু জনরোষের কারণে তিনি পালাতে বাধ্য হয়েছেন। কারণ ফ্যাসিবাদী হাসিনা জনগণের ভোটের অধিকার হরণ করেছে। কেউ প্রতিবাদ করলে তাকে গুম-খুন করে থামিয়ে দিয়েছে। কিন্তু জনগণের উপর বেশিদিন জোর খাটানোর যায় না। প্রশাসনের পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ পদে দলীয় নেতাকর্মী বসিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেও ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান নেতাকর্মীদের বার বার তাগাদা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন জনগণের কল্যাণেই কাজ করে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। কারণ বিএনপি জনগণের উপর পূর্ণ আস্থা রাখে। জনগণও বিএনপি’র উপর বার বার আস্থা রেখেছে।
তিনি আজ ১৮ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪ টায় বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে শান্তিনগর এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ও ১৭ নং ওয়ার্ড যুবদল নেতা মো রায়হানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন চৌধুরী নাছিম, জসিম উদ্দীন সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক, জিয়াউল হক মিন্টু সহ অর্থ সম্পাদক, মো আলাউদ্দিন নগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মো আবদুল্লাহ আল মামুন জিতু, মো সেলিম সাবেক আহবায়ক চকবাজার থানা যুবদল, মো হাসান সাবেক সদস্যসচিব কতোয়ালী থানা যুবদল, মো সোহেল সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক চকবাজার থানা যুবদল, বসলিয়া থানা যুবদল নেতা জাকির হোসেন, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, চকবাজার থানা ছাএদলের সাবেক সিনয়র সহ সভাপতি রাকিবুল হাসান, ইয়াকুব খান, রহিম মিনু, মো শহিদ, মো. মিজান মো জাহেদ আবদুল মান্নান, সম্রাট, মো নুরুন্নবী, মো মাসুদ, পারবেজ, লিমন, হালিম, কাশেম, জাবেদ, ইকবাল, আমিনুল, লিটন, সুমন, চোটন, পারবেজ, শওকত, রাসেল, জসিম, আরিপ ও মাহিন প্রমুখ।