নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এ হাসনাত বলেছেন, গণহত্যাসহ আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার করতে হবে। ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ ও তার দোসররা। বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছিল শেখ হাসিনা। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নিরাপরাধ আলেমদের ওপর গণহত্যা চালিয়েছিল। এ দেশে নির্বাচন করার অধিকার ছিল না, মুক্ত চিন্তা করার অধিকার ছিল না। সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, নৈরাজ্য রাজনীতিকে একটি দুর্বৃত্তায়নে পরিণত করেছিল। আমরা এ অবস্থার পরিত্রাণ ঘটাতে পেরেছি। কিন্তু আমাদের সতর্ক ও সজাগ থাকতে হবে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
আজ ১৮ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩ টায় বায়েজিদ বোস্তামী থানা ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাঁচলাইশ ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ জাহেদ হোসেন ঈফতির সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রবিউল হোসেন রাব্বি, রাশেদ খান, হাসনাত জিয়া, মো: আরিফুল হক, জাহেদ, সাকিব, ফয়সাল, আলাউদ্দিন, এড.রিয়াদ, আকাশ, আকবর, সুমন, রানা, রাকিব, আসিফ, বাবু, জিসান, রিদুয়ান, আন্না, সজিব, আরমান, কাইয়ুম সহ প্রমূখ নেতৃবৃন্দ।
উক্ত সভায় বক্তাগণ গনহত্যায় নেতৃত্বদানকারী আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার ও সন্ত্রাস, নৈরাজ্য দমনে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবী ওজানানো হয়।
মিছিলটি ওয়াজেদিয়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অক্সিজেন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।