সিন্ডিকেট করে দ্রব্যমুল্য বাড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ধান্ধা ভুলে যান: শাহজাহান চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: স্বৈরাচারের দোসররা সিন্ডিকেট বাণিজ্য করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ধান্ধা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীরর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

১৯ অক্টোবর নগরীর টেকনিক্যাল মোড়ে ব্যাবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি সুযোগ সন্ধানী কুচক্রিমহলকে উদ্দেশ্য করে আরো বলেন, সাইনবোর্ড পরিবর্তন করে ফের চাঁদাবাজি -ধান্ধাবাজি করে অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে সৈরাচারী নাগীনকে দেশে আনার চেষ্টা করছেন, তা ভুলে যান। দ্রব্যমুল্য কমিয়ে আনা হচ্ছে , আর চাঁদাবাজ -ধান্ধাবাজদের মামুবাড়ি দিল্লী পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

টেকনিক্যাল ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মাওলানা বিএম মফিজুর রহমান আজহারী।
তিনি বলেন, প্রকৃত বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হলে রাসুলুল্লাহ (স.) এর রাষ্ট্রব্যবস্থার কাছে ফিরে যেতে হবে। তাঁর সঠিক অনুকরণ অনুসরণ ছাড়া কোন রাষ্ট্র বৈষম্যবিরোধী অবস্থানে সাসটেইন করতে পারবেনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন।

মাহফিলে শহীদ উল্লাহ তালুকদারের সঞ্চালনায় বিশেষ ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পলিটেকনিক ইনিষ্টিটিউটের সভাপতি মুহাম্মদ জাকিরুল ইসলাম।

স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, হাসেম সওদাগর, মোহাম্মদ আজম , সোহেল সওদাগর, সেলিম কমান্ডার, ফরিদ সওদাগর, সাদেক মিয়া, ডাক্তার সিরাজুল ইসলাম প্রমুখ।

 

মন্তব্য করুন