
নিউজগার্ডেন ডেস্ক: বিগত ১৫ বছর ধরে ফিশারিঘাটে ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কমর্মকান্ড পরিচালনা কার মৎস্য ব্যবসায়ী ও মৎস্য শ্রমিকদের উপর চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে। ফিশারিঘাটকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত রাখতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বদ্ধ পরিকর বলে প্রধান বক্তার বক্তব্যে মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ও মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল আজিজ এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরের আওতাধীন বাকলিয়া থানা মৎস্যজীবী দলের উদ্যোগে তৃনমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে গতকাল ১৯ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় কর্মীসভা নতুন ফিশারি ঘাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক হাজী নুরুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক এবং মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল আজিজ।
বাকলিয়া থানার আহবায়ক মোঃ আইয়ুব’র সভাপতিত্বে ও সদস্য সচিব সেকান্দর মোঃ সুমনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী দলের সিঃ যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ, যুগ্ম আহবায়কবৃন্দ মোঃ জাফর, সাইদুর রহমান টিটু, মোঃ বাহাদুর, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম, থানার নেতৃবৃন্দ যথাক্রমে মোঃ সেলিম, মনজুর, আলাউদ্দিন, সুমন, রাজিব, শাহজাহান, নাসির, মাহবুব, ইসমাইল, বিএনপি নেতা হাসেম, আরিফ ও আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।