নিউজ ডেস্ক

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: নির্বাচনী ট্রাইবুনালে করা মামলায় রায় পেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষিত হওয়ায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানিয়ে রবিবার (২০ অক্টোবর) বিকেলে মিছিল করেছে পাহাড়তলী থানা বিএনপি ও অঙ্গসংগঠন।

পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার নেতৃত্বে মিছিলটি নগরীর সাগরিকা মোড় থেকে শুরু হয়ে অলংকার মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক লায়ন আরিফ মেহেদী।

এসময় আরিফ মেহেদী বলেন, চট্টগ্রামের জনতার মেয়র, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ডা. শাহাদাত হোসেন আদালত কতৃক মেয়র ঘোষিত হওয়ায় চট্টগ্রামের সর্বস্তরের মানুষের মনে স্বস্তি এসেছে। ওনার মত একজন সৎ ও দেশপ্রেমিক নেতা চসিকের মেয়র হওয়ায় চট্টগ্রামের মানুষ আশায় বুক বেঁধেছে। স্বপ্ন দেখছে একটি জলাবদ্ধতা মুক্ত এবং ক্লিন চট্টগ্রাম সিটির।

সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন জিয়া বলেন, আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ডা. শাহাদাত হোসেনের সুনিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছিল। আদালত রেজাউল করিমকে অবৈধ ঘোষণা করে ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করায় বীর চট্টলার আপামর জনতার ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। এ বিজয় চট্টগ্রামবাসীর বিজয়।

পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুনুর রশীদ চৌধুরী, হারুন পাটোয়ারী, কুতুব উদ্দিন, আনিসুজ্জামান টুটুল, মো. মোরশেদ, নুর সেলিম বাঙ্গালী, রাজ্জাক খান, মো. সোহেল, এস এম সুমন, আব্দুল গফুর, মো. মোস্তফা, সাহেদ আলম, মো. মনির, মো. নাহিদ, জসিম উদ্দিন, আবদুর রহিম, মো. সেলিম, মো. খোকন, মো. আলম, মো. ইমু প্রমুখ।

মন্তব্য করুন