১৮ অক্টোবর শিল্পকলায় মঞ্চস্থ হলো নতুন নাটক ‘’ওরা আসবে’’

গতকাল ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে ‘নাট্যমঞ্চ রেপার্টরি’র নতুন নাটক ‘’ওরা আসবে’’ -এর প্রথম মঞ্চায়ন। জাহেদুল আলম রচিত ও নির্দেশিত নাট্যমঞ্চ রেপার্টরির চতুর্থ প্রযোজনা ‘ওরা আসবে’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুশোভন চৌধুরী, মোহাম্মদ আলী টিটো, ধীমান দাশ, নাসরীন হীরা, জুয়েনা আফসানা, সায়েম উদ্দীন, মৈত্রী চৌধুরী, জুহায়ের আলম, সাকিফা মেহেরীন মিশকাত, রাবেয়া জামান এঞ্জেলা, জেমিমা খান ও আদৃতা প্রজ্ঞা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পক সুবীর মহাজন, পোশাক পরিকল্পক মুহাম্মদ শাহ্ আলম, কোরিওগ্রাফি হেমা বড়ুয়া, রূপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান, আলোক প্রক্ষেপক বড়ুয়া সীমান্ত এবং আবহাওয়া প্রয়োগ করেছেন সপ্রতিভ দাশ। বিপুল সংখ্যক দর্শক নাটকটির প্রথম মঞ্চায়ন উপভোগ করেছেন।

দেশপ্রেম, মহাম মুক্তিযুদ্ধের চেতনা, মাটির টান, হারিয়ে যাওয়া গ্রামবাংলা, মেধাপাচার রোধ, অপরিকল্পিত উন্নয়ন, নগরায়নের নামে তিনফসলি জমিতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানানোর অযৌক্তিকতা, একান্নবর্তী পরিবার ইত্যাদি চিত্রিত হয়েছে নাটকটিতে।
নাটকটির প্রযোজনা অধিকর্তা নাসরিন সরওয়ার মেঘলা ও ইয়াসমীন জাহান।

মন্তব্য করুন