ওডেব’র কিশোরী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: দাতা সংস্থা WWDP-GC- এর সহযোগিতায় বাস্তবায়িত প্রজেক্ট ’কয়ার’ এর কিশোরী ওরিয়েন্টেশন সংগঠনের প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় আজ ২১ অক্টোবর/২০২৪ সকাল ১০টায় চন্দনাইশ বরমা ওডেব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রান্তিক নারীদের ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার উদ্দেশ্যে নারীর ন্যায় বিচার, ক্ষমতায়ন ও অধিকারের পক্ষে সামাজিক উদ্যোগ কার্যক্রম বাস্তবায়নে কিশোরী মেয়েদের নেতৃত্ব এবং সঠিক স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এস আর এইচ আর বা যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন করে কিশোরীরা তাদের স্বাস্থ্য সম্পর্কে আরো ভালোভাবে যত্ন নিতে পারবে।

সিআর সি বা শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে শিশুদের অধিকার রক্ষায় তাদের ক্ষমতায়ন করা হবে। জেন্ডার সমতা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের গুরুত্ব সম্পকের্ আলোচনার মাধ্যমে জেন্ডারভিত্তিক বৈষম্য মোকাবিলা করা হবে। এছাড়াও জলবায়ু ন্যায়বিচার এবং পরিবেশগত সমস্যার প্রভাব সম্পর্কে আলোচনা করা হবে যাতে তারা সচেতন নাগরিক হয়ে উঠতে পারে। সাংস্কৃতিক ইভেন্টের মাধ্যমে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক বৈচিত্র এবং সমতা প্রতিষ্টায় অগ্রণী ভুমিকা রাখবে।

”কয়ার” প্রকল্পের পিএমটিও সজল দে’র সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভা উদ্বোধন করেন ওডেব’র চন্দনাইশ ম্যানেজার মাহামুদুল হক।ওরিয়েন্টেশন এ ফেসেলিটেটর এর দায়িত্ব পালন করেন মুহাম্মদ ফয়েজুল আবেদীন, মোঃ আলাউদ্দীন ও সানি শীল প্রমুখ।

মন্তব্য করুন