
উপজেলা ফটিকছড়ি থেকে এ. কে. এম. নাজিম উদ্দিন চৌধরীঃ উপজেলা ফটিকছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগ এনে ফটিকছড়ির সাবেক এমপি ও ৪০ জনের নাম ঠিকানা উল্লেখসহ ৫৫০ জনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা করেছে জনৈক কোরবান আলী (২৪)।
সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার, উপজেলা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ. এম. আবু তৈয়ব ও আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী, ছাত্রলীগের সভাপতি জামাল ও সাধারণ সম্পাদক রায়হান রুপুসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
উপরোক্ত বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ নুর আহমদের কাছে জানতে চাইলে তিনি বলেন মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত।
খবরটি পড়েছেনঃ ৬৪