সুকুমার বড়ুয়া ও বিএফইউজে’র নির্বাহী সদস্য প্রণব কান্তি বড়ুয়া আটক

নিউজগার্ডেন ডেস্ক: ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রণব কান্তি বড়ুয়াকে আটক করেছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ।

সুকুমার বড়ুয়া ও প্রণব কান্তি বড়ুয়া সম্পর্কে শ্বশুর – জামাই। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় বিকালে আখাউড়া থানায় সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতে পালানোর চেষ্টা করেন তারা।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ ইন্সেপক্টর খায়রুল আলম তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তাদের উভয়ের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রণব কান্তি বড়ুয়া চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র সহ- সম্পাদক।

মন্তব্য করুন