নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ডায়বেটিস হাসপাতালের প্রায় বার লাখ টাকা ক্যাশ থেকে গায়েব হয়ে গেছে। হাসপাতালে লুটতরাজ ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ ফাইল উধাও হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে। ওই হাসপাতালের কর্মচারীদের একটি চক্রের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাররে একটি অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।
সূত্র জানায়, গত ৫ অক্টোবর, ২০২৪ ইং পরবর্তী হাসপাতালের নিয়ন্ত্রণভার হাসিনা গংদের হাতে চলে যাওয়ার পর থেকে হাসপাতালের ড্রাইভার শাওন, দারোয়ান হাবিব, রিসিপশনিষ্ট রবিউল এর নেতৃত্বে হাসপাতালের একাউন্স বিভাগের রক্ষিত আনুমানিক ১ লক্ষ ২৭ হাজার টাকা এবং ক্যাশ বিভাগের রক্ষিত আনুমানিক ৮ লক্ষ ৬৬ হাজার টাকা সর্বমোট ৯ লক্ষ ৯৩ হাজার টাকা লুন্ঠিত হয়েছে। যেহেতু ভোল্টের চাবিও বর্তমানে পাওয়া যাচ্ছে না সেহেতু তারা চাবিও নিয়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও হাসপাতালের গুরুত্বপূর্ণ ২টি লেপটপ, ৩টি মোবাইল সেট ও মানিব্যাগ নিয়ে গেছে।
পাশাপাশি হাসপাতালের প্রাক্তন কর্মচারি হাসিনা আক্তার’র নির্দেশে শাহাব উদ্দিন ও বোরহানের নেতৃত্বে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্মসম্পাদক সাওন, হাবিব ও রবিউল প্রশাসনিক দপ্তরের বিভিন্ন রুমে রুমে গিয়ে গুরুত্বপূর্ণ ও গোপনীয় ফাইল সমুহ অফিস সময়ের পরে রাতের বেলায় প্রতিদিন নিয়ে যাচ্ছে- এতে করে হাসপাতালের রেকর্ড সংকটে পতিত হবে।
উল্লেখ্য যে, ৫/ ৭ জন ব্যক্তি হাসপাতালে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করতঃ এক বিভিষিকাময় অবস্থা বিরাজমান করে রেখেছে যাতে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা এক জিম্মি দশায় আবিষ্ট- যার থেকে পরিত্রাণ পেতে সবাই উন্মুখ হয়ে আছে।