
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা গভীর রাতে জামাল খানে বিক্ষোভ মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। প্রশাসনের নির্লিপ্ততায় ছাত্রলীগের সন্ত্রাসীরা এই সুযোগ নিয়েছে। এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছেনা। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। যারা এদেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে নগরীর গোল পাহাড় মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইয়াছিন চৌধুরী লিটনের নেতৃত্বে মিছিলটি গোল পাহাড় মোড় থেকে শুরু হয়ে জিইসি মোড়, ওয়াসা, আলমাস সিনেমা ও কাজীর দেউরী হয়ে কাঁচা বাজারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক শিল্প সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, নগর উন্নয়ন সম্পাদক জিয়া উদ্দিন খালেদ, সহ প্রশিক্ষণ সম্পাদক শফিক আহমেদ, বিএনপি নেতা রফিক হোসেন সর্দার, জসিম উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন বাবলু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা দিদারুল আলম, জামাল আহমেদ, ওবায়দুল হক, শামসুদ্দোহা, মনিরুল ইসলাম বাবু, যুবদল নেতা ইদ্রিস সবুজ, আব্দুস সাত্তার, ইফতেখার শাহরিয়ার, ইকবাল হোসেন জিসান, মো. আনাছ, জাবেদ জোবায়ের, শিহাব খালেদ মুন্না, মোবারক হোসেন, মো. শাহজাহান, আবুল হোসেন, সালাউদ্দিন, রিপন আহমেদ, জিয়াউদ্দিন বাবলু, সায়েদ আহমেদ সুমন, রকি, জয়, ইফতেখার প্রমুখ।