দেশকে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে: শাহেদ বক্স

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহেদ বক্স বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে দেশবাসী মুক্তি পেলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা এখনও দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে। তাই কোনো দুষ্কৃতকারী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে। রাষ্ট্রের সকল স্তর হতে স্বৈরাচারের দোসরদের বিতাড়িত করতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকা‌লে নগরীর কাজীর দেউরী মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বে‌শে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বি‌ক্ষোভ মি‌ছিলটি নগরীর বৌদ্ধ মন্দির মোড় থে‌কে শুরু হ‌য়ে লাভলেইন মোড়, নুর আহম্মেদ সড়ক হ‌য়ে কাজীর দেউরী মোড়ে গি‌য়ে সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শের মাধ‌্যমে শেষ হয়।

জামাল খাঁন ওয়ার্ড বিএন‌পি নেতা আবু মহসিন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে ও বিএন‌পি নেতা দিদারুল ইসলামের প‌রিচালনায় বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি। উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ স্বপন, মহানগর বিএনপির সাবেক সদস্য আশরাফুজ্জামান স্বপন, মালেক ফারুকী, বিএনপি নেতা কামাল হোসেন, ফারুক হোসেন স্বপন, মঞ্জুর আলম, হাসানুল করিম চৌধুরী, মো. সেলিম, দেলোয়ার হোসেন, নুর হোসেন, কিং মোতালেব, সৌরভ প্রিয় পাল, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, মহিলাদলের তাসলিমা আহমেদ, জাহেদা বেগম, অঙ্গসংগঠনের নেতা ফারুক আহমেদ, শাহাদাত হোসেন, শাহ নেওয়াজ, জুলফিকার হোসেন কামাল, মো. জিয়া, হামদু মিয়া, নুরুল ইসলাম, মো: ফারুক, সৈয়দ মোহাম্মদ সাহেদ, আনোয়ার হোসেন, দিদারুল আলম, টারজান আহমেদ, মো. জাফর, খলিল খান, মো. মাহিন, মিজানুর রহমান, মো. ইব্রাহিম, মো. দেলোয়ার প্রমুখ।

মন্তব্য করুন