নিউজ ডেস্ক

চট্টগ্রামে নিকাহ রেজিষ্ট্রার সমিতিতে ওলামা লীগকে পুনর্বাসন করছে ওলামা দলের নেতারা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার সমিতিতে জাতীয়তাবাদী ওলামা দলের কতিপয় নেতাদের সহায়তায় আওয়ামী ওলামা লীগের নেতাদের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির চট্টগ্রামের সভাপতি ও মহানগর ওলামা দলের সাবেক সহ সভাপতি কাজী আবুল কাশেম নিজামী।

তিনি বলেন, আওয়ামী ওলামালীগের নেতা, ঢাকার পল্টন থানা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকার ১৯ নং ওয়ার্ডের কাজী মো. ইকবালের সমন্বয়ে চট্টগ্রামের কাজী মোজাম্মেল ও কাজী নুরুল হুদার সহায়তায় চট্টগ্রামের ওলামা লীগের আওয়ামী কাজীদেরকে নিয়ে চট্টগ্রামের বৈধ নিকাহ রেজিস্ট্রার কমিটিকে অমান্য করে গত ২০ অক্টোবর জিইসি এলাকার হোটেল জামানে অবৈধভাবে মতবিনিময় সভা করা হয়। এই সভায় যারা উপস্থিত ছিলেন তাদের অনেকেই গত ১৬ বছর পতিত সরকারের দোসর হিসেবে পরিচিত। ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর তারা ভোল পাল্টে এখন নব্য ওলামাদল সাজার চেষ্টা করছে।

তিনি শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর দেওয়ান হাটস্থ আলিফ হোটেলে চট্টগ্রাম মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির জরুরী সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি চট্টগ্রামে নিকাহ রেজিস্ট্রার সমিতির পুর্নাঙ্গ কমিটির কার্যক্রম চলমান অবস্থায় ক্ষমতার জোরে সেই কমিটির সকলকে উপেক্ষা করে কেন্দ্রীয় ওলামাদলের কিছু নেতার সহায়তায় ওলামালীগের কাজীদেরকে নিয়ে সমিতি দখল করার অপচেষ্টার তীব্র নিন্দা জানান।

সভায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন বায়তুশ শরফ মসজিদের সাবেক খতিব কাজী ফজলুর রহমান।

সমিতির সাধারণ সম্পাদক কাজী আশরাফ উদ্দিনের পরিচালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি সাংবাদিক কাজী সৈয়দ মুহাম্মদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক কাজী এম এ হান্নান জিলানী, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম হেলালী, কেন্দ্রীয় মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যান সমিতির চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক কাজী হাফিজ আহমেদ মোরশেদ, সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মো. সাদেক, সহ সম্পাদক কাজী খলিল, অর্থ সম্পাদক কাজী নিজাম উদ্দীন, কাজী মো. সালাম, কাজী মহিউদ্দিন, কাজী শফিউল্লাহ, কাজী এ কে আজাদ, কাজী জামাল উদ্দিন, কাজী মনির প্রমূখ।

মন্তব্য করুন