চকবাজার ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের জামাল খানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতার এবং রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবীতে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে চকবাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষেভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি চন্দনপুরা মিসকিনশাহ মাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম কলেজ, গুলজার মোড হয়ে কাপাসগোলা স্কুলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মন্জুর আলম মনজুর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়ছার লাবু।

এসময় তিনি বলেন, দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে রাষ্ট্রপতি স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন নাটক তৈরী করেছে। এতে তিনি রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তিনি অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগসহ গণহত্যাকরী আওয়ামী খুনীদের গ্রেপ্তারের দাবী জানান। পাশাপাশি চকবাজার এলাকায় কেউ যাতে সন্ত্র্রাসী, চাঁদাবাজী করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জনান।

এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন চকবাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রমজু মিয়া, সহ সভাপতি হাসান উসমান লিটন, সি. যুগ্ম সম্পাদক আখম জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান সাইমন। উপস্থিত ছিলেন থানা বিএনপি নেতা মো. হাফেজ, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক জসিম বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, মো. মাসুদ, কাপাসগোলা ইউনিট বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, চন্দপুরা ইউনিট বিএনপির সভাপতি মো. বাবুল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শামশেদ, চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন আলো, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইয়াকুব আলী সিফাত, চকবাজার থানা যুবদল নেতা মো. ওসমান, মো. আলমগীর, মো. তানিম, মো. শিবলী, মো. পারভেজ, থানা সেচ্ছাসেবক দলনেতা মো. রবিন, খালেদ বিন মাহমুদ মিঠু, ওয়ার্ড যুবদল নেতা মো. বাপ্পী, মামুন, আরিফ, সোহবান প্রমূখ।

মন্তব্য করুন