বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে চট্টগ্রাম মহানগর বিএনপির আর্থিক অনুদান প্রদান

নিউজগার্ডেন ডেস্ক: সম্প্রতি ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে একটি ‘ত্রাণ সংগ্রহ কমিটি’ গঠন করা হয়। সেই কমিটির ত্রাণ তহবিলে বন্যার্তদের সহায়তায় অনুদান দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের কাছে অনুদানের টাকা হস্তান্তর করা হয়।

এ সময় বিএনপি নেতা জাহিদ হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দকে বন্যার্তদের সহায়তায় আর্থিক অনুদান প্রদান করায় ধন্যবাদ জানান।

এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহাননগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান এবং চট্টগ্রাম ত্রাণ কমিটির চেয়ারম্যান সৈয়দ আজম উদ্দিন।

 

মন্তব্য করুন