
নিউজগার্ডেন ডেস্ক: কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাসান বলেন, পতিত আওয়ামী সরকারের স্বৈরাচারী দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রামের যুবদল ঐক্যবদ্ধ। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে পালনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ২২ নং ওয়ার্ড এনায়েত বাজার যুবদলের বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।
২২ নং ওয়ার্ড এনায়েত বাজার যুবদলের উদ্যোগে আজ ২৫ অক্টোবর (শুক্রবার) বিকালে ওয়ার্ড যুবদলের সংগঠক মোহাম্মদ জাহেদ’র সভাপতিত্বে ও সাইফুল্লাহ’র পরিচালনায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদলের সিনিয়র সংগঠক মিন্টু, রাজু (বড়), আবদুস সালাম, রাজু (ছোট), মামুন, আমির, সাজ্জাদ, ফয়সাল, কায়েস, হাবিব, রাসেল, রবিন, নাছির, ফারুক, বুলু, জসিম, মিন্টু (ছোট), এয়াকুব, বেলাল, আমজাদ, মিন্টু সহ প্রমুখ নেতৃবৃন্দ।
ওয়ার্ড যুবদলের সংগঠক জাহিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে।
পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত শেষে যুবদল এক বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয় এনায়েত বাজার বিআরটিসি মোড় থেকে তিনিপুলের মাথায় এসে শেষ হয়।