বন্দর থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ইপিজেড মোড়ে বন্দর থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষেভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নগরীর সল্টগোলা ক্রসিং মোড় থেকে শুরু হয়ে সিম্যান্স হোস্টেল, ব্যারিস্টার কলেজ হয়ে ইপিজেড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই।ষড়যন্ত্রকারীরা এখনও দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে। তাই কোনো দুষ্কৃতকারী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে।

বন্দর থানা বিএনপির সভাপতি হাজী মো. হানিফ সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সি. সহ সভাপতি হাসান মুরাদ, সহ সভাপতি শওকত আলী, আসলাম কোম্পানি, সি. যুগ্ম সম্পাদক মো. হারুন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নাছির মুহাম্মদ, আমিনুল ইসলাম আমিন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. জাহেদ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান, বিএনপি নেতা কামরুল ইসলাম, মো. আরজু, কামরুল হাসান, সাইফুল ইসলাম, মো. হোসেন মনা, থানা যুবদলের সাবেক আহ্বায়ক শফিউল আজম সি. যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শুভ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর জাফর রাহুল, থানা ছাত্রদলের সদস্য সচিব মো. অভি, অঙ্গ সংগঠনের নেতা মো. সুমন, আলী রাশেদ, ইব্রাহিম ফরাজী, তসলিম হোসেন সেলিম, মো. হুমায়ুন মো. মামুন প্রমূখ।

মন্তব্য করুন