নিউজগার্ডেন ডেস্ক: অদ্য ২৬অক্টোবর বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রামের সর্বস্তরের হজ এজেন্সি মালিকদের উদ্যোগে হাব সদস্য মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাবের সাবেক সেক্রেটারি আব্দুল মালেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাবের সাবেক চেয়ারম্যান মোঃ শাহ আলম।
প্রধান বক্তা হাবের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী বলেন, বেসরকারিভাবে ৯৮% হজ পরিচালনা করেন হাব সদস্যরা। হাবকে বাদ দিয়ে ২০২৫ হজ পরিচালনা পুরোটাই ম্যাসাকার হয়ে যাবে। সরকার সহনীয় বিমান ভাড়া নির্ধারণ না করে, হজ প্যাকেজ ঘোষণা না করেই ২৩ অক্টোবর এর মধ্যে তিন লক্ষ টাকা জমা দেওয়ার জন্য ঘোষণা দেন।
অত্যন্ত দুঃখের বিষয় সরকার আজ পর্যন্ত হজ প্যাকেজ ঘোষণা করতে পারেন নি। অথচ সৌদি সরকার বাংলাদেশকে ১ লক্ষ ২৭ হাজার হাজি কোটা দেয়। ২৩ অক্টোবরের মধ্যে ৫ হাজার চূড়ান্ত নিবন্ধন হয়নি। পুনরায় ৩০ নভেম্বরের মধ্যে তিন লক্ষ টাকা জমা দেওয়ার জন্য ঘোষণা দেন।
বিশেষ বক্তা হাবের সাবেক সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম চৌধুরী বলেন, একটি কুচক্রীমহল আওয়ামীর প্রেতাতœা আমলারা তিনটি মোয়াল্লেম এর সাথে চুক্তি করে হজকে সিন্ডিকেটের দিকে নিয়ে যাচ্ছে। যা এদেশের ধর্মপ্রাণ মুসলিমরা কখনো মেনে নিবে না।
হাব নেতৃবৃন্দ সৌদি মোয়াল্লেম উন্মুক্ত রেখে অনতিবিলম্বে হাব থেকে প্রশাসন নিয়োগ বাতিল দাবি জানান।
প্রধান অতিথি বলেন, সরকার আওয়ামী প্রেতাতœা আমলাদের পাতানো পরিকল্পনায় মক্কা শরীফ থেকে ১০/১৫ কিলোমিটার দূরে আজিজিয়া বাসা দেখিয়ে হজ প্যাকেজ ঘোষণার পরিকল্পনা নিয়েছেন। এ দেশের ধর্মপ্রাণ মুসলিম জীবনের সমস্ত অর্জনের বিনিময়ী পবিত্র হজ পালন করতে গিয়ে পবিত্র মক্কা শরীফের কাছাকাছি ঘরে থেকেই হেরাম শরীফে ওয়াক্ত নামাজ পড়ার আগ্রহ প্রকাশ করেন। ১০/১৫ কিলোমিটার বাসায় দেখিয়ে হজ প্যাকেজ ঘোষণা চট্টগ্রামবাসী কখনো মেনে নিবে না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটাবের সাবেক ইভিপি মোহাম্মদ এমদাদ উল্লাহ, আটাব হাব সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, মাওলানা আব্দুল নবী আল কাদেরী, মোহাম্মদ মোরশেদুল আলম, ফরিদ আহমেদ প্রমুখ।