নিউজ ডেস্ক

জালালাবাদ ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর অক্সিজেন মোড়ে জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষেভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি বালুচড়া বাজার থেকে শুরু হয়ে বটতলী বাজার, হাটহাজারী সড়ক হয়ে অক্সিজেন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি এস এম আবুল ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন।

এতে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপির সহ সভাপতি মো. আজগর, মো. ইসমাইল, সি. যুগ্ম সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক আজগর হোসেন আজু, হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, বিএনপি নেতা মো. শাহেদ, ওয়াহিদুল ইসলাম, নুরুল ইসলাম, সিরাজ পাশা প্রমূখ।

মন্তব্য করুন