নুরুচ্ছফা সরকার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনিত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুচ্ছফা সরকারকে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত একটি পত্রে এ দায়িত্ব প্রদান করেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুচ্ছফা সরকারকে জাতীয় পার্টির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। দল আশা প্রকাশ করে যে, তিনি দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আমি বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

নুরুচ্ছফা সরকার জাতীয় পার্টির প্রতিষ্ঠা ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত।

মন্তব্য করুন