মহিউদ্দিন মুকুলের উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসা সেবা

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকুলের উদ্যোগে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শান্তিনগর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, বায়েজিদ থানার সাবেক আহবায়ক অরূপ বড়ুয়া, পাঁচলাইশ থানার সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আসাদুজ্জামান রুবেল, মনজুর আলম মঞ্জু, সোলায়মান মামা, সাইফুল, মাহবুব আলম উজ্জ্বল, মোহাম্মদ বেলাল হোসেন হামজা, মোহাম্মদ হানিফ রানা, আলতাফ, মানিক, মোহাম্মদ শাকিল, পারভেজ, শহীদ, রুবেল, ইব্রাহিম বিপ্লব, মোঃ কাশেম, আলম মাঝি, বাছির সরকার, কামরুল ইসলাম প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ যুবদলের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশ গঠনে যুবদলকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে আগামীর বাংলাদেশে যুবদল হবে জাতীয়তাবাদি শক্তির ভ্যানগার্ড, যা প্রমাণে সততা ও নিষ্ঠার বিকল্প নেই বলেও নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

মন্তব্য করুন