নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার ষড়যন্ত্র হচ্ছে, যা সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করছে। ষড়যন্ত্র বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে রবিবার (২৭ অক্টোবর), বিকালে নগরীর চৌমুহনী এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা গ্রহণ করুন। ফ্যাসিষ্টদের শিক্ষা না দিলে নতুন ফ্যাসিষ্ট জন্ম হবে।
ডবলমুরিং থানা যুবদলের সাবেক আহবায়ক বজল আহমেদ এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেলের সঞ্চালনায় এতে মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি নূর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সাবেক যুগ্ন সম্পাদক শাহীন পাটোয়ারী, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক আরিফ হোসেন, সদস্য শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, ডবলমুরিং থানা যুবদল নেতা মো. রাজু, আক্তার হোসেন, বিপলু, আজাদ, রিপন, আকরাম, মো: রুবেল, তারেক, মনা, মহসিন, জসিম, সাজ্জাদ হোসেন বাপ্পি, শিকদার বাপ্পি, শাহীন, শরীফ, আজিজ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।