নিউজ ডেস্ক

৫ আগস্টের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে: দীপ্তি – শাহেদ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম, তাঁদের মধ্যে ফাটল, বিভেদ, দূরত্ব, অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই ৫ আগস্টের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলশী থানা যুবদলের উদ্যোগে আজ সোমবার (২৮ অক্টোবর), দুপুরে খুলশী থানার মাস্টার লেইন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, গণ মানুষের আকাঙ্ক্ষায় বিপ্লব হয়েছে। জনগণের আকাঙ্ক্ষায় ড. ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। এখন রাষ্ট্রের সকল সাংবিধানিক সংকট আপনাদেরকে নিরসন করতে হবে।

এতে মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুনের তত্ত্বাবধানে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

খুলশী থানা যুবদলের সাবেক আহবায়ক হেলাল হোসেন হেলালের সভাপতিত্বে এতে মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি নূর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মোহাম্মদ আদনান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), ডা. মীর কাশেম মজুমদার, ডা. ইফতেখার আমীন রিজভী, ডা. এনামুল তালুকদার নিরব, ডা. ফরহাদ তালেব, ডা. আবু ফয়সাল, ডা. নাঈম, সহ সম্পাদক আবু কালাম, নগর যুবদলের সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, সাইদুল হক শিকদার, মোহাম্মদ কলিম উল্লাহ, আব্দুল করিম, সাখাওয়াত কবির সুমন, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইউনুছ মুন্না, মো. জসিম উদ্দিন, জামিল হোসেন, ১৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক বাদশা আলমগীর, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সোহেল বাবু, মো. শাহীন, থানা যুবদল নেতা এমদাদুল হক মিঠু, মো. জামাল, ওয়ার্ড যুবদল নেতা পিচ্চি সোহেল, জামাল উদ্দিন, মো. রাজু, মো. জুয়েল, মো. আনোয়ার, মো. আকাশ, মিশু, মামুন, রুবেল, আরজুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন