হাসিনার পদত্যাগের পর ফেঞ্চুগঞ্জে আ’লীগ নেতার বাড়িতে হামলা

সিলেট ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশের বাইরে চলে যাওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে, ফেঞ্চুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান এবং তার ছেলে, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমানের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। ২৫ অক্টোবর (শুক্রবার) রাতে এ ঘটনা ঘটে।

হামলার সময় আব্দুল মান্নান ও তার ছেলে দেশে ছিলেন না। তারা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন তাদের বড় ছেলে/ভাইয়ের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এ সুযোগে দুর্বৃত্তরা দলবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরের আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী ভাঙচুর করে এবং লুটপাট করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়ির আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী নিরাপত্তার অভাবে কোনো প্রতিরোধ করতে পারেনি। স্থানীয়দের ধারণা, শেখ হাসিনার পদত্যাগের পর রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাজ্য থেকে আব্দুল মান্নান এবং আবিদুর রহমান ফোনে জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোনে জানান, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, বিদেশে থাকা সত্ত্বেও এ ধরণের হামলা কাঙ্খিত নয়।

 

মন্তব্য করুন